মীর আনোয়ার হোসেন টুটুল,স্টাফ রিপোর্টারঃ-
পল্লী বিদ্যুতের আবাসিক গ্রহকদের মধ্যে শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।আজ বুধবার উপজেলা পরিষদের মাসিক সমন্ময় সভা ও মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় মীর এনায়েত হোসেন মন্টুকে পল্লী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে মিজানুল হক মিজান, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ মির্জাপুর জোনাল অফিসের ডিজিএম মো. মোর্শেদুল ইসলাম, গোড়াই জোনাল অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর মির্জাপুর ও গোড়াই জোনাল অফিসের ডিজিএম মোর্শেদুল ইসলাম ও সিদ্দিকুর রহমান জানান, টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার মধ্যে আবসিক, বানিজ্যিক ও সেচ এই তিন ক্যাটাগরির ৭ জন গ্রাহকের নামের তালিকা করে বিদ্যুৎ বিভাগ(আরইবির) প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছিল।আরইবি যাচাই বাছাই শেষে আবাসিক গ্রাহক হিসেবে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুকে শ্রেষ্ঠ গ্রাহক হিসেবে নির্বাচিত করে একটি ক্রেস্ট ও সন্দপত্র প্রদান করেছেন।এদিকে আরইবি ও টাঙ্গাইল জেলা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষে আজ বুধবার মির্জাপুর উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তাগন চেয়ারম্যানকে পুরষ্কার তুলে দেন।উল্লেখ যে, মীর এনায়েত হোসেন মন্টু শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নসহ গত ২৫ বছর ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের শেষে ৯ বছর ধরে মির্জাপুর উপজেলা পরিষদের দায়িত্ব পালন করছেন।
