মীর আনোয়ার হোসেন টুটুল, স্টাফ রিপোর্টারঃ-
পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার এই শ্লোগান নিয়ে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কর বিতরনের মধ্য দিয়ে আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে।উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি, সভাপতি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।সকালে একটি র্যালি উপজেলা পরিষদের পরিবার পরিকল্পনা অফিসের চত্তর থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন শেষে মুক্তির মঞ্চে এসে শেষ হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া ও কৃষি অফিসার মো. মশিউর রহমান প্রমুখ।পরে পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।
